Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার রাজনৈতিক সংকট এড়াতে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তারিখ ঠিক করেছে শ্রীলঙ্কা। গতকাল শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন। মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ১৫ জুলাই থেকে ফের পার্লামেন্ট অধিবেশনে বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে সবাই একমত হয়েছে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

Exit mobile version