শ্রীলঙ্কার জালে ৭ গোল দিল কিশোররা

146

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ভাসিয়েছে ৭-১ গোলের বন্যায়। এমন জয়ে বাংলাদেশের আল আমিন রহমান হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। এই জয়ের ফলে ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশের কিশোররা। ভারতের কল্যানীতে আজ প্রথম গোলের দেখা পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মিরাদ-রহমানদের। এরপর অবশ্য আর তাদের থামানো যায়নি। একের পর এক আক্রমণ শানিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চিড়ে-ফুড়ে সাত-সাতবার বল জালে জড়ায়। আগামী ২৭ আগস্ট বাংলাদেশের কিশোররা তাদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে। আর ২৯ আগস্ট লিগ পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের কিশোরদের প্রতিপক্ষ ভারত।