Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শ্রীলংকায় নতুন ধরনের ভিসা চালু করছে সরকার

কলম্বো পোর্ট সিটিতে বিদেশীদের জন্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলংকার মন্ত্রীসভা। আজ দেশটির মন্ত্রীসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এর মূল লক্ষ্য। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীলংকা আশা করছে আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশী বিনিয়োগের মূল কেন্দ্র হয়ে উঠবে। পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ। সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ২৬৯ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত পোর্ট সিটিতে ফিনান্সিয়াল ডিসট্রিক্ট, সেন্ট্রাল পার্ক লিভিং, দ্য মারিয়ানা ও ইন্টারন্যাশনাল আইল্যান্ডসহ মোট পাঁচটি অঞ্চল থাকবে।

 

Exit mobile version