শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া
সনাৎ জয়াসুরিয়াকে শ্রীলংকা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেটার বোর্ড- এসএলসি। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। পদত্যাগ করেছেন পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও। তবে জয়াসুরিয়াকে পূর্ণকালীন নয়, আপাতত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৫৫ বছর বয়সী সাবেক এই লংকান ক্রিকেটার ভারত ও ইংল্যান্ড সিরিজে দলকে পরিচালনা করবেন। অন্তবর্তী কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলংকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া। নতুনভাবে শুরুর পথে থাকা শ্রীলংকা চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি২০ সিরিজে আতিথেয়তা দেবে। ৩টি টি-২০ ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৭ জুলাই, ৩ ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে ৩ টেস্টের সিরিজ খেলবে দলটি।