শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দুর্গাপুর মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ। লিখিত বক্তব্যে তিনি বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিকদের সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করে বলেছেন, যারা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচে কর্মরত রয়েছেন, আপনারা অতিসত্বর আপনাদের সংগঠনে যোগদান করুন। আপনাদের একটি টাকাও খরচ লাগবে না। আপনারা যারা প্রকৃত মোটরের সদস্য ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও ক্লিনার আছেন, আপনাদের জন্য রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) সংগঠনটির দরজা খোলা রয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। একটি টাকাও আপনাদের ব্যয় করা লাগবে না। শহিদুল ইসলাম আরো বলেন- আমাদের সংগঠনের চালিকাশক্তি, সার্ভিস চার্জ। আমরা বাস, মিনিবাস ও যাত্রীবাহী কোচ পরিবহন মালিকগণের কাছ থেকে সংগঠন পরিচালনা ব্যয় বাবদ ৩০ টাকা সার্ভিস চার্জ নিই। আমাদের সংগঠনটি বৈধ রেজি. নং- রাজ ৩০৬৩ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাত্রীবাহী) আমাদের সার্ভিস চার্জ উত্তোলনের জন্য আমরা আগামীকাল থেকে কার্যক্রম শুরু করব। এ জন্য সর্বস্তরের মহোদয়গণের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার, বিআরটিএ, সকল থানার অফিসার ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বাংলাদেশ সমগ্র কোচ প্রোপ্রাইটরদের অবহিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ যুলমাতসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।