শোক সংবাদ—
চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর আফজাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এরআগে তিনি গতকাল রাতে নিজ বাসভবনে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তার দুটি জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম জানাযা কর্মরত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টার পর নিজ এলাকা রহনপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশার্ধ্বো। স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। জানাযা শেষে খোয়াড়মোড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টায় রাঘববাটি গ্রামের একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস্আই) ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।