শেষ হলো ৪র্থ জেলা কাব হলিডে

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৪র্থ জেলা কাব হলিডে। জেলাশহরের অদূরে মাসুদ উল হক ইনস্টিটিউটে শনিবার সকালে এ আয়োজনের উদ্বোধন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— মাসুদ উল হক ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের প্রতিনিধি গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহমেদ, সহকারী লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমানসহ অন্যরা। দিনভর কাব স্কাউটরা তীর নিক্ষেপ, নৃত্য, রিং ছোড়াসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ইভেন্ট পরিচালনা করেন ইউনিট লিডার এসএম শামীম আহমেদ, সাব্বির হোসেন, রোভার আব্দুল মাজিদ, উম্মে সাগিরা, উনাইশা মাহবুব, আর্নিকা, মামুন, তুষার, মুন। এ আয়োজনে জেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক কাব স্কাউট সদস্য অংশ নেন।