শেষ হলো ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

371

চাঁপাইনবাবগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মাহমুদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাজিয়া সুলতানা, সমাজসেবক মনিমউদ্দৌলা চৌধুরীসহ অন্যান্যরা। মেলায় ১ম স্টল হয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর, ২য় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ৩য় জেলা প্রশাসন। এবারের মেলায় সরকারি-বেসরকারি, এনজিও, বীমা কোম্পানী, সামাজিক প্রতিষ্ঠানের মোট ৮২ টি স্টলে তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জকে ঘিরে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কথা জানিয়েছেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। তিনি রেডিও মহানন্দাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান, জেলা সদরের সাথে চরাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করা হয়েছে, সদর হাসপাতালকে ২৫০ আসনে উন্নীত করার উদ্দোগ নেয়া হয়েছে। যেটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এছাড়াও আগামীতে চাঁপাইনবাবঞ্জকে আধুনিক করে গড়ে তোলার জন্য দীর্ঘ মেয়াদী বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করেন তিনি।