শেষ হলো ২ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা

179

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-২২ শিক্ষার্থীদের নিয়ে ২ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণার্থীরা তাদের নির্মিত ১ মিনিটের চলচ্চিত্রের প্রদর্শন করে। জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে গতকাল এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় বক্তব্য দেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম ও মুক্তিযোদ্ধা আফসার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শাহ্জামাল, আলীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক হোসেনসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষকরা। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে এক মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণের কৌশল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর এ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থী অংশ নেই। প্রশিক্ষক হিসেবে ছিলেন, চলচ্চিত্র নির্মাতা শরিফ ও ফরিদ আহমদ এবং এনটিভির সিনিয়র ভিডিও এডিটর আসহাবুল হক নান্নু। সমন্বয়ক হিসেবে ছিলেন স্বজন মাঝি।