শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে যায় মেসিহীন আলবিসেলেস্তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া। ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয় কার্ডের কারণে।
এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর শেষ করেছে দ্বিতীয় স্থানে, আর ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে এদিন মাঠে নামেননি লিওনেল মেসি। যিনি গত বৃহস্পতিবার নিজ দেশে খেলেছিলেন সম্ভবত তার শেষ আনুষ্ঠানিক ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস ওটামেন্ডি। তাতে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। বিরতির পর ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের মইসেস কাইসেদো। বাকি সময় উভয় দল দশজন নিয়ে খেললেও ভ্যালিন্সয়ার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।