শেষ বলে রাজার ছক্কায় রয়্যালসের নাটকীয় জয়

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে পার্ল রয়্যালস। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ বলে জয়ের জন্য পার্লের প্রয়োজন ছিল ২ রান। এক রান হলে ম্যাচ গড়াত সুপার ওভারে। চাপের মুহূর্তে ফিল্ডারদের সামনে এনে সিঙ্গেল নেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ডারবান। ঝুঁকি নিতে বাধ্য হয়ে শেষ বলে ছক্কা হাঁকান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সেই ছক্কায় জয় নিশ্চিত করার পাশাপাশি এসএ টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে পার্ল রয়্যালস। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ১৮৭ রানের লক্ষ্য টপকে যায় পার্ল রয়্যালস। পার্লের জয়ে বড় ভূমিকা রাখেন ড্যান লরেন্স ও রুবিন হারম্যান। লরেন্স করেন ৬৩ রান, আর হারম্যান অপরাজিত থাকেন ৬৫ রানে। ১৯তম ওভারে ১৩ রান তোলার পর শেষ ওভারে পার্লের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। তৃতীয় ও চতুর্থ বল ডট যাওয়ায় সমীকরণ জটিল হয়ে পড়ে। শেষ দুই বলে দরকার হয় ৩ রান, এরপর এক রান নিলে আসে সেই নাটকীয় শেষ মুহূর্ত। শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মাতেন সিকান্দার রাজা। ১৩ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ডারবানের হয়ে দুটি উইকেট শিকার করেন ইথান বশ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে এনেছে পার্ল রয়্যালস। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রিটোরিয়া ক্যাপিটালস। অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের অবস্থান বেশ কঠিন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে।