শেষ আটে ফেদেরার-নাদাল

580

ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন পুরুষ এককের বড় দুই তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল।
চতুর্থ রাউন্ডে পিঠের সমস্যা নিয়ে খেলতে নেমেও সহজ জয় পেয়েছেন তৃতীয় বাছাই ফেদেরার। জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে হারান তিনি।
সেমি-ফাইনালে ওঠার পথে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৬ বছর বয়সী ফেদেরার মুখোমুখি হবেন হুয়ান মার্তিন দেল পোত্রোর সঙ্গে। শেষ ষোলোতে আর্জেন্টিনার এই খেলোয়াড় প্রথম দুই সেটে হারার পর ঘুরে দাঁড়িয়ে ১-৬, ২-৬, ৬-১, ৭-৬, ৬-৪ গেমে হারান অস্ট্রিয়ার ডমিনিক টিমকে।
সরাসরি সেটে জিতেছেন নাদালও; শীর্ষ বাছাই ৩১ বছর বয়সী এই খেলোয়াড় ৬-২, ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের আলেক্সান্দার দোলগোপোলভকে।
গত চার বছরের মধ্যে এই প্রথম প্রতিযোগিতাটির শেষ আটে উঠলেন ১৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। কোয়ার্টার-ফাইনালে নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার আন্দ্রে রুভলেভের সঙ্গে। শেষ ষোলোতে ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ৭-৫, ৭-৬, ৬-৩ গেমে হারান নবম বাছাই বেলজিয়ামের দাভিদ গফিনকে।
২০০১ সালের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনাল খেলবেন রুভলেভ।