শুধু নায়ক নন, গায়ক-ও অপূর্ব!

815

শুধু নায়ক নন, অপূর্ব গায়ক-ও। তার ভক্তরা জানেন। সময় পেলেই গুণগুণ করে গান করেন তিনি। গীটার হাতে বসে যান প্রিয় শিল্পীর গান করতে। দু-একবার রেকর্ডিং স্টুডিওতেও পাওয়া গিয়েছিল অপূর্বকে। এবার নাটকের জন্য গানে সুর করলেন এবং গাইলেন তিনি। তাও অনেকটা হঠাৎ করেই। রুম্মান রশীদ খানের লেখা মাকসুদুর রহমান বিশাল পরিচালিত দাগ নাটকের শুটিংয়ের দৃশ্য। নাট্যকার লিখেছিলেন গল্পের প্রয়োজনে একটি গান প্রয়োজন। পুরনো গান হলে চলবে না। চিত্রনাট্যের চাহিদা নতুন গান প্রয়োজন। গীতিকার অনিক বিশ্বাস গান লিখলেন-চোখে চোখে চোখ পড়েছে। তৎক্ষণাৎ গানটি সুর করা প্রয়োজন। রক্ষাকর্তার ভূমিকা পালন করলেন অভিনেতা অপূর্ব নিজে। তিনি নিজেই গানটি সুর করে কণ্ঠে তুলে নিলেন। পুরো ঘটনাটিই ঘটলো ৩০ মিনিটের ব্যবধানে। দাগ নাটকে অপূর্ব একজন মানসিক প্রতিবন্ধী যুবকের চরিত্রে অভিনয় করেছেন। আর তার বিপরীতে কাজ করেছেন জাকিয়া বারী মম। নাটকে মম’র চরিত্র একজন তথ্যচিত্র নির্মাতার। নাটকে আরো অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাইফ চন্দন সহ আরো অনেকে। দাগ প্রচার হবে,  (১৯শে মে), শুক্রবার, রাত ৯টা ৫ মিনিটে, এনটিভিতে।