Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শীত ছাড়া শুটিং নয় : শাবনূর

চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শাবনূর। ঢাকাই চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন তিনি। গত ১লা সেপ্টেম্বর প্রথমবার প্লেব্যাক করেছেন এ অভিনেত্রী। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘এত প্রেম এত মায়া’ ছবির টাইটেল গানের স্যাড ভার্সনে শোনা যাবে শাবনূরের কণ্ঠের গান। প্রথমবার গানে কণ্ঠ দেয়ার বিষয়ে শাবনূর বলেন, আমি নিজের কাজ কখনো ভালো বলি না। কারণ দর্শক-শ্রোতারা এর বিচারক। আমি কেমন গেয়েছি জানি না। তবে চেষ্টা করেছি মাত্র। গানটির রোমান্টিক ভার্সনে কণ্ঠ দিয়েছে কোনাল ও বেলাল খান। আর স্যাড ভার্সনে আমি কণ্ঠ দিয়েছি। সুদীপ কুমার দীপের লেখা এ গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার প্রীতম। গানে প্লেব্যাকের পাশাপাশি এ ছবিতে অভিনয়ও করবেন শাবনূর। কবে থেকে এ ছবির কাজ শুরু করবেন জানতে চাইলে শাবনূর বলেন, আমি শীত ছাড়া শুটিং করতে পারবো না। কারণ এখন তো আবহাওয়া অনেক গরম। সাড়ে তিন বছর বয়স হলেও আমার ছেলে আইজানকে এখনো আমাকেই সামলাতে হয়। প্রথমে আমার সন্তান, এরপর কাজ। তাই গরমে কাজটা করতে চাই না। শীতে শুটিং শুরু করতে চাই। ছবিতে অভিনয়ের পাশাপাশি সামনে পরিচালনার কাজও করার ইচ্ছে আছে আমার। কয়েকদিন আগে এটিএন বাংলায় শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে হাজির হন শাবনূর। দীর্ঘদিন পর দর্শকরা তাকে টিভি পর্দায় দেখতে পান। প্রসঙ্গত, শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া থাকেন। তবে প্রতি বছর তিনি দেশে আসেন। এবার ঈদের আগে অস্ট্রেলিয়া থেকে দেশে আসার পর লম্বা সময় ঢাকাতে থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। আর সবশেষ গত বছর শাবনূর দু’ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ‘ইউরো স্টার’ নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস।

Exit mobile version