চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। আজ সকালে জেলা শহরের উপ-রাজারামপুর এলাকায় নিজস্ব কার্যালয়ে ১২৫ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সিসিডিবি কর্মকর্তা সবুয়েল অধিকারী, আলমগীর হোসেন, ইস্রাফিল হোসেনসহ অন্যান্য অতিথিরা।