শিশু বিবাহকে লাল কার্ড দেখলো শিবগঞ্জ উপজেলার হাজার কিশোর-কিশোরী

120

শিশু বিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয়ে ‘শিশুবিবাহ কে না’ লেখা সম্বলিত লাল কার্ড দেখিয়েছে হাজার কিশোর কিশোরী। আজ সকালে শিবগঞ্জের মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিসেফের সহযোগিতায় এবং এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে শিশু বিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত কিশোর কিশোরী সমাবেশে লাল কার্ড দেখান। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে কর্মসূচির সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন এসিডির ডিরেক্টর প্রোগ্রাম শারমিন সুবরিনা। কিশোর কিশোরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাক, ইউনিসেফ এর প্ল্যানিং অ্যান্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন, মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সাহাদাৎ হোসেনসহ অন্যান্যরা।

প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, বর্তমান সরকার শিশু বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে শিশুবিবাহকে না বলতে হবে, একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিবগঞ্জ উপজেলাকে শিশু বিবাহ মুক্ত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, শিশুবিবাহ একটি সামাজিক অভিশাপ। এর কারণে মা ও শিশু  অপুষ্টিতে আক্রান্ত হয়, বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। কাজেই শিশুবিবাহের বিরুদ্ধে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসন শিশুবিবাহ প্রতিরোধে কঠোর ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে শিশু বিবাহকে না, লাল কার্ড প্রদর্শন এবং শপথ বাক্য পাঠ করান কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ছন্দা শীল। সমাবেশে শিশু এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ কর্তৃক কারাতে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের কথা শিরোনামে বক্তৃতা পর্বে কিশোর কিশোরীরা অংশ নেন। আয়োজক প্রতিষ্ঠান জানান, কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয়ে ক্ষমতায়ণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন সাধনের লক্ষ্যে এসিডি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিশু বিবাহ প্রতিরোধে কাজ করছে।