শিশু তন্নি বাঁচতে চাই

196

ছোট্ট শিশু তন্নি বাঁচতে চাই।র্দীঘ দিন ধরে এস এল ই (সিসটেমেটিক লুপাস এ্যান্টিকোএ্যাগুল্যান্ট ইরাইথিমেটগসাস) জটিল রোগে আক্রান্ত হয়ে এখন সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঙ্জা লড়ছে।
আক্রান্ত শিশু মুক্তিযোদ্ধা মৃত মাহতাব উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেন লিটনের মেয়ে তন্নি আকতার। সে কালুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্রী।
শিশুটির পিতা লিটন জানান, তার মেয়ে দীঘ দিন ধরে সিসটেমেটিক লুপাস এ্যান্টিকোএ্যাগুল্যান্ট নামক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ ওয়াডে চিকিৎসাধীন রয়েছে।
তিনি ডাক্তারের উদৃতি দিয়ে আরও জানান, এ রোগটি সাধারনত ১০ থেকে ৪০ বছর বয়সী মেয়েদের হয়ে থাকে। এ রোগে আক্রান্তদের শরীর শুকিয়ে যায়, চামড়ায় ক্ষত সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। বর্তমানে এ রোগটির বাংলাদেশে কোন চিকিৎসা নাই বলেও জানান তিনি। আক্রান্ত শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লিটন।