শিশুপীড়ন সাইট বন্ধ জার্মানিতে

505

ডার্ক ওয়েবে শিশুপীড়নমূলক ছবি আর ভিডিও আদান প্রদানের দায়ে ইলিসিয়াম নামের সাইট বন্ধ করে দিয়েছে জার্মান পুলিশ। দেশটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলী বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে চালু হওয়া গোপনীয় এই ওয়েবসাইটটির প্রায় ৮৭,০০০ সদস্য রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩৯ বছর বয়স্ক এক ব্যক্তিকে জার্মানির হেসে প্রদেশ থেকে আটক করা হয়েছে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিশু পীড়নের জন্য সাক্ষাতের সময়সূচী নির্ধারণের অভিযোগও রয়েছে সাইটটির বিরুদ্ধে। জার্মান পুলিশ ইতোমধ্যে ওয়েবসাইটটির সার্ভার বাজেয়াপ্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটিতে একদম কমবয়সী শিশুরাও যৌনপীড়নের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। জার্মানি আর অস্ট্রিয়ার বিভিন্ন স্থান থেকে এই ওয়েবসাইটের একাধিক সন্দেহভাজন ব্যবহারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু যৌন নিপীড়নমূলক ইমেইজ আর ভিডিও হোস্টিংয়ের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে ইউরোপ, চলতি বছর এপ্রিলে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণা চালানো সংস্থা ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ)- এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, “সারা বিশ্বে হওয়া নিপীড়নের ঘটনাগুলোর ৬০ শতাংশই ইউরোপে হয়েছে- যা আগের চেয়ে ১৯ শতাংশ বেশি।” অবৈধ কনটেন্ট হোস্টিংয়ের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস শীর্ষে রয়েছে বলে জানায় আইডাব্লিউএফ। ব্রিটিশ এই সংস্থাটির সূত্রমতে, ২০১৫ সালে পীড়নমূলক কনটেন্ট রাখে এমন ওয়েবসাইটগুলোর প্রায় ৫৭ শতাংশ উত্তর আমেরিকায় পাওয়া যায়। ২০১৬ সালে এটি কমে ৩৭ শতাংশে আসে আর সংখ্যাগরিষ্ঠতা ইউরোপে চলে যায়। আইডাব্লিউএফ-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়া আর তুরস্কসহ পুরো ইউরোপে ৩৪,২১২ টি ওয়েব পেইজ পাওয়া যায়, এসব পেইজে পীড়নমূলক কনটেন্ট দেখানো প্রদর্শন করা হত।