Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

শিল্পায়নের কারণে বছরে এক শতাংশ করে ভূমি কমছে : কৃষিমন্ত্রী

শিল্পায়নের কারণে প্রতিবছর এক শতাংশ করে ভূমি কমছে। কাজেই দেশের পুরোনো কৃষি পদ্ধতি বদলানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষি শ্রমিকের স্বল্পতা আছে। বাংলাদেশ প্রকৃতিগতভাবেই দুর্যোগপ্রবণ দেশ। আজ ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানিসেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি আরো বলেন, এজন্য উৎপাদন ঠিক রাখতে হাওরের ৭০ শতাংশ এলাকায় কৃষিতে আমরা ভর্তুকি দেয় হয়েছে। আর উৎপাদন ঠিক রাখার জন্য আমাদের আধুনিক ও কৃষির যান্ত্রিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Exit mobile version