শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

208
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চোটের জন্য তৃতীয় ম্যাচ থেকে আগেই ছিটকে যান দীপক চাহার। তার জায়গায় দলে ঢুকেছেন নবদীপ সিং সাইনি।

প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় পাওয়ায় স্বাগতিক ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লড়াই শুরু করেছিলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মত চিত্র ছিলো টি-টোয়েন্টিতেও। প্রথম দু’ম্যাচ শেষে একটি করে জয় পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ফলে টি-টোয়েন্টি সিরিজের শেষটিও রূপ নিয়েছিলো অঘোষিত ফাইনালে। শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয় ভারত। এবার ওয়ানডেতেও একই চিত্র।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৫ রান।