শিবনগরে জঙ্গি আস্তানায় আত্মঘাতি চার জনের দাফন সম্পন্ন : থানায় মামলা দায়ের

704

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ নিহত ৪জনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পরিচয় নিশ্চিত হতে না পারা তিন জঙ্গির মরদেহ পৌরসভারমাধ্যমে দাফনের সিদ্ধান্ত নেয় পুলিশ। অন্যদিকে জঙ্গি আবুর মরদেহ তার চাচার কাছে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ হস্তান্তর করে। কিন্তু নিহতের বাবা–মা কেউ না আসায় আবুর মরদেহ ফিরিয়ে নিয়ে ওই তিনজনের সঙ্গে রাতে ফকিরপাড়া কবরস্থানে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের ফকিরপাড়া এলাকায় পৌরসভার গোরস্থানে পুলিশের তত্ত্ববধানে তাদের লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহমেদ জানান, শুক্রবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কবরস্থানে পুলিশের তত্ত্বাবধানে চারজনকে দাফন করা হয়। শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী গ্রামের আমবাগান ঘেরা জেন্টু বিশ্বাস নামে এক ব্যক্তির আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে বুধবার সকালে ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ওই বাড়ির ভেতর থেকে গুলি ঁোড়া হয়। পরে সোয়াটের অভিযান শুরু করে। অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহা. খুরশীদ হোসেন জানান।  শুক্রবার বেলা দেড়টায় তাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে বাড়িটির আশপাশ লোকজনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শনিবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায়, বাইরে থেকে তালাবদ্ধ। বাড়িটি ঘিরে মোতায়েন করা হয়েছে পুলিশ। গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি সেখানে দায়িত্বরত পুলিশ। পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।“ মামলায় নিহত জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়াকে একমাত্র আসামি করা হয়েছে।”ওই জঙ্গি আস্তানা থেকে বৃহস্পতিবার বিকালে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সুমাইয়াকে। সুমাইয়া বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।