শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ

মৌসুমী মাদক ঠেকাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারো ফেনসিডিলের বিকল্প ৯৪ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাতে সীমান্তে বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর উপচাকপাড়া গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দল উপচকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয়। চকো প্লাস সিরাপের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।