শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ উপজেলা সীমান্তে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সকাল ১১টার দিকে কিরণগঞ্জ বিওপির ঈদ গাহ মাঠে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা। অনুষ্ঠানে অধিনায়ক কিবরিয়া বলেন, সর্বদা দূর্গম ও প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবসাকারী জনগণের পাশে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরয়িা।