শিবগঞ্জ সীমান্তে রুপার তৈরি ভারতীয় পায়েল উদ্ধার

996

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় রুপার তৈরি পায়েল আটক করেছেন ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ওয়াহেদপুর বিওপির একটি টহল দল গতকাল রাতে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ১৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার হলুদিয়া ঘাট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ-সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী ব্যাগ ফেলে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে সর্বমোট ১৪ টি ডিজাইনের মোট ৩ শ ৮৩ টি ভারতীয় রুপার তৈরি পায়েল উদ্ধার করে। যার মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। উদ্ধারকৃত পায়েলগুলো শুল্ক কার্যালয়ে জমা হয়েছে।