শিবগঞ্জ সীমান্তে মোবাইল ফোন সেট, ইয়াবা ও হেরোইন উদ্ধার

76

শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে মালিকবিহীন অবস্থায় মোবাইল ফোন ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, শুক্রবার কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর, সোনামসজিদ ও তেলকুপি বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৮/৪-এস হতে আনুমানিক ৩ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পু গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মালিকবিহীন ৪৮টি মোবাইল ফোন সেট উদ্ধার করতে সক্ষম হয়। আনুমানিক মূল্য ৯ লাখ ২৫ জহাজার টাকা। এছাড়াও ভোর সাড়ে ৬ টায় সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর, সোনামসজিদ ও তেলকুপি বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর টিয়াকাঠি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মালিকবিহীন ৯৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য-২ লাখ ৯৭ হাজার টাকা। অপর অভিযানে মালিক বিহীন অবস্থায় হরোইন উদ্ধার করা হয়। নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুরবি আমবাগানে এই অভিযান চালানো হয়। এসময় মালিকবিহীন ৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। হেরোইনের আনুমানিক মূল্য- ১ লাখ ৯০ হাজার টাকা।