শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

শিবগঞ্জ সীমান্তে অবৈধ ও চোরাচালান করা ভারতীয় ১০টি গরু জব্দ করেছে বিজিবি। আজ ভোরে মনাকষা সীমান্ত থেকে গরুগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান। তিনি বলেন, পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে সেতারাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় আমবাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি ভারতীয় মালিকবিহীন গরু জব্দ করা হয়। তিনি আরও বলেন, গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল। পরে বিভিন্ন হাটে বিক্রয় করা হতো। জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলছে।