শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।