শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

237

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে বিশারত আলী বিশু নামের এক বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার মসিউর রহমান জানান, আজ সকালে স্থানীয়রা ধানক্ষেতে বিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গরু আনতে ভারতে গিয়ে বিএসএফের গুলিতে বিশু মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বিকেল ৪টায় বলেন, ধানক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিএসএফের গুলিতে মারা গেছে কী না এমন প্রশ্নের জবাবে বিজিবি’র এ কর্মকর্তা বলেন-বিএসএফ কোনো বাংলাদেশীর উপর গুলি চালায়নি বলে বিজিবিকে জানিয়েছে। তবে বিষয়টি তদন্ত চলছে। লে.কর্নেল সাজ্জাদ আরো বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে ছিল লাশটি।