শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্ত এলাকা হতে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। আজ বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এইসব জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, আজ সকালে শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির একটি টহল দলের অভিযানে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়।
প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন গত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬২০ বোতল নেশা-জাতীয় সিরাপ এবং ২২ হাজার ১৮০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।