শিবগঞ্জ সীমান্তে জব্দ চকো প্লাস সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ফেনসিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। শীত মৌসুমে মাদক চোরাচালানে নতুন সংযোজন হিসেবে এটাকে চিহ্নিত করেছে বিজিবি। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ৫৯ বিজিরি সোনামসজিদ বিওপির একটি টহল দল সিরাপগুলো জব্দ করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনা করছিল। এসময় মালিকবিহীন নেশা-জাতীয় ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। বিজিবি বলছে, শীত মৌসুমে প্রতিবেশী দেশ ভারত হতে ফেনসিডিলের বিকল্প হিসেবে চকো প্লাস সিরাপ চোরাচালানে নতুন মাত্রা যোগ করতে পারে। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।