শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ৭০ বছর পূর্তি ও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুনর্মিলনী

427

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ৭০ বছর পূর্তি উৎযাপন করেছে অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন। গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত স্কুল মাঠে চলে এই উৎযাপন। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ও সাবেক ছাত্র জিল্লার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষক নবকান্ত বান্ধা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, অ্যালাইমনাই অ্যাসোসিয়েশননের আহবায়ক ডা. রবিউল ইসলামসহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে রফিকুল আলম, আবিদা সুলতানা, ক্লোজ আপ তারকা মুহিন ও পথিক নবী। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় প্রাক্তন ছাত্রর নেচে গেয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন। পরে, বর্তমান ছাত্রদের অংশগ্রহণে ধীরগতির সাইকেল প্রতিযোগিতা ও প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে গানের তালে তালে চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া রাতে সমিতির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, প্রাক্তন ছাত্র আজহারুল ইসলাম পিন্টু, ডা. ময়েজ উদ্দিন, কৃষিবিদ রোকনুজ্জামান, জামিল আকতার সেলিম, বায়েজিদ সরকার, সাধারণ সম্পাদক জাবেদ আকতারসহ অন্যান্যরা। পরে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে দেশের গানসহ বিভিন্ন গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে, সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মোহিত কুমার দাঁ, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট এহতেশাম উল মূলক, সানাউল হক পিন্টু ও প্রকৌশলী আকতারুজ্জামানের মৃত্যূতে এক মিনিট নীরবতা পালন করা হয়।