শিবগঞ্জ শ্যামপুর ও উজিরপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

540

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ও উজিরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিষ্টার ও মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন সরকার, শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বাশির আহমেদসহ গণ্যমান্য বক্তিবর্গ। উন্মুক্ত বাজেটে সম্ভাব্য আয়ের লক্ষমাত্রা ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ২শ’ টাকা ও বাজেটের সম্ভাব্য খরচ ১ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২শ’ টাকা এবং উদ্বৃত্ত ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। অপরদিকে, উজিরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের এমপি গোলাম রাব্বানীর ছেলে আলহাজ্ব আহমেদ ইমতিয়াজ শিশির।