শিবগঞ্জ মনাকষা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের রানীনগর গ্রামের শাহাপাড়ার রাস্তার উপর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একই উপজেলার শ্যামপুর এলাকার এন্তাজ আলীর ছেলে মোবারক হোসেন রসদুলকে আটক করে। আটকককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।