শিবগঞ্জ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

111

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ, শিয়ালমারা সীমান্তে ফেনসিডিল এবং চকপাড়া সীমান্তে বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি। পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. লাভলু খানের নেতৃত্বে বিশেষ টহল দল তাহখানা নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত ৩টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কামরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে টহল দল শ্মশানঘাট নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ২৯ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার মধ্য রাতে শিয়ালমারা বিওপির হাবিলদার মুহাম্মদ সোহেল রানার নেতৃত্বে টহল দল শিয়ালমারা নামক স্থানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিকে নিজস্ব তথ্যের শনিবার দিবাগত রাত ৩টার দিকে চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুল বারিকের নেতৃত্বে বিশেষ টহল দল জামতলাঘাট নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।