শিবগঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন

72

‘‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’’ এই প্রতিপাদ্যে- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার সেবা সহজীকরণ, ডিজিটালাইজেশন ও প্রজন্মকে সবুজ নগরী উপহার দেয়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা মডেল, ট্যাক্স, হোল্ডিং বিল, পানি সরবরাহ ও ট্রেড লাইসেন্স ফি কালেকশনের অনলাইন বিকাশের মাধ্যমে পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভা চত্বরে শিবগঞ্জ পৌরসভা ও সুইচ কন্টাক্টের সহযোগিতায় প্রবৃদ্ধি প্রকল্পের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোখছিমুল বারী অপু, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, সুইস কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদসহ অন্যরা। শেষে শিবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাকসহ বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী বিতরণ করা হয়।