শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক
শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।