শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শুরু

শিবগঞ্জ পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র প্রথম ধাপে ১ হাজার ২১৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ সকালে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই নিম্ন আয়ের মানুষের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক আজাহার আলী। তিনি জানান, শিবগঞ্জ পৌরসভায় টিসিবির কাডধারীর সংখ্যা ৩ হাজার ৪শ’ ২৯। দ্বিতীয় ধাপে বাকিদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা। পরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু হয়। এছাড়া শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের দ্বিতয় ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।