শিবগঞ্জ কালিনগর গ্রাম থেকে মাদকসহ৭ জন মাদক কারবারী আটক

শিবগঞ্জ থানার কালিনগর গ্রাম থেকে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক চক্রের ৭ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো মিজানুর রহমান, নাসির, বাবু, সিরাজুল ইসলাম, কাওছার, সাহালাল ইসলাম, এনাদুল। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামে কলা বাগানের ভিতর কিছু ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করছে এমন সংবাদে ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।