শিবগঞ্জ ও ভোলাহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

275

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগানে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যারা। পরে জীবানু নাশক ঔষধ ব্যবহারের জন্য সাতজন খামারীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। অন্যদিকে ভোলাহাট উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানসহ অন্যান্যরা। অন্য কর্মসূচীর মধ্যে সুবিধা মত সময়ে স্কুলের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো।