01713248557

শিবগঞ্জ ও ভোলাহাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

২০২৩-২৪ অর্থবছরের কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলী, রিয়াজ উদ্দিন ও আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সদস্য জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহাজাদী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহসহ অন্যরা। মেলায় মোট ২৪টি স্টল রয়েছে। চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।