শিবগঞ্জ ও গোমস্তাপুরে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

120

শিবগঞ্জে মাস্ক না পরায় ৭০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দিনব্যাপি পৌর এলাকায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। ভ্রামামাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করায় টানা তিনদিনে ৭০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক পরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এছাড়াও দোকানপাট ও ব্যবসায়ীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে প্রচারণা অব্যহত রয়েছে। অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মানচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মেনে চলার দায়ে ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সকালে রহনপুর পৌর এলাকার একাধিকস্থানে অভিযান পরিচালনা করে তাদের অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির জানান, করনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি না মানায় রহনপুর পৌর এলাকার কলোনীমোড়, কলেজমোড় ও নুনগোলা বাসস্ট্যান্ডের পথচারী, দোকানপাট, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অর্থদন্ড আদায় করা হয়। এ সময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।