শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। এতে ফরহাদ হোসেন (কালের কন্ঠ ডিজিটাল) আহবায়ক, মামুনুর রশিদ (দৈনিক খোলা কাগজ) উপজেলা প্রতিনিধি ও শরিফুল ইসলাম শিমুল (দৈনিক ভোরের দর্পণ) উপজেলা প্রতিনিধি কে সম্মানিত সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য প্রভাষক নুরতাজ আলম, জিয়াউল হক,আল আমিন ও প্রফুল্ল কুমার রবিদাসসহ অন্যরা। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত পূর্নাঙ্গ কমিটি গঠন করার ব্যবস্থা করবেন।