শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ

50

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আসা প্রায় ৬ লাখ টাকার ৩৬টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিাবর ভোর ৬টায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের টহল দল অভিযান চালিয়ে মোবাইল ফোন সেটগুলো জব্দ করে।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ৬টায় তেলকুপি বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল চোরাচালনবিরোধী অভিযান চালায়। অভিযানে তেলকুপি বিওপির সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের পাগলা নদীর তীর হতে মালিকবিহীন ৩৬টি ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করতে সক্ষম হয়। চোরাইপথে আসা অবৈধ এই মোবাইল ফোনসেটগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।