শিবগঞ্জে ৮০টি টিয়া পাখি উদ্ধারের পর আকাশে অবমুক্ত, দুই শিকারির কারাদন্ড

শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধাভাবে বন্যপ্রাণী টিয়াপাখি পাচারের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০টি দুই প্রজাতির টিয়াপাখি উদ্ধারের পর মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। এছাড়া অভিযানে দুই পাখি শিকারি ও পাচাারকারীকে গ্রেপ্তার করে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত রাত ৮টার দিকে টিয়া পাচারের লক্ষে আটকে রাখা হয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে কানসাট ইউনিয়নের করিম বাজার নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খাঁচায় আটকানো পাখিসহ গ্রেপ্তার হন যশোরের শার্শা উপজেলার পায়রা গ্রামের মৃত মোশারফের ছেলে শওকত আলী এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কচুবনিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে কামরুল শেখ। শওকতকে ২০ দিন এবং কামরুলকে ৩দিনের কারাদন্ড প্রদান করে আদালত। পরে রাত সাড়ে ৯টার দিকে পাখিগুলো উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর উপস্থিতিতে খাঁচা থেকে মুক্ত আকাশে উড়ানো হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও শিবগঞ্জের সহাকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ বলেন, শওকত ও কামরুল অভেধভাবে জাল দিয়ে ও ফাঁদ পেতে পাখি শিকারের পর পাচারে জড়িত। তাঁদের বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৬(১) ধারা লংঘনের দায়ে ৩৯ ধারাায় কারাদন্ড দেয়া হয়। অভিযানে সহায়তা করেন বন্যপ্রানী ব্যবস্থাপণা ওপ্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর পরিদর্শক জাহঙ্গীর কবির ও শিবগঞ্জ থানা পুলিশ।