শিবগঞ্জে ৪০২ বোতল ফেনসিডিলসহ আটক ৩

132

শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৪০২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে করেছে র‌্যাব-বিজিবি ও পুলিশ। গতকাল রাতে অভিযানগুলো চালানো হয়। আটককৃতরা হলেন শিবগঞ্জের নলডুবরি গ্রামের সেন্টুর ছেলে শাহজাহান, আজমতপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মারুফ হোসেন ও গুপ্তমানিক ঘুনটোলা গ্রামের সুলতান আলীর ছেলে তহুরুল ইসলাম। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের বার্তায় বলা হয়, গতকাল রাত সোয়া ১২টার দিকে শিবগঞ্জের নলডুবরী এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় শাহজাহানকে।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আজ দুপুরে জানান, গতকাল রাতে আজমতপুর বিওপি টহল দল সীমান্তের ৫০ গজ ভেতরে ফাঁদ পেতে ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় কয়েকজন চোরাকারবারি ভারতের দিক হতে বাংলাদেশে প্রবেশের পর বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পূনরায় ভারতের দিকে পালিয়ে যায়। এছাড়া, শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক ফেরদৌস ইসলাম জানান, গতকাল রাতে পিঠালিতলা দক্ষিনপাড়া এলাকায় সড়কের উপর অভিযান চালানো হয়। এসময় আমের ঝুড়ির মধ্যে বহনের সময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় মারুফ ও তহুরুলকে। ফেনসিডিল উদ্ধারের এসব ঘটনায় পৃথক মামলা দিয়ে আটককৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ পুলিশ।