শিবগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি
শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে একটি বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, চোরাকারবারীরা ভারত থেকে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৩ টায় শিয়ালমারা বিওপিতে নায়েক নুরুল হোদার নেতৃত্বে একটি চৌকষ দল অভিযান চালালে ফেনসিডিলগুলো আটক করে। আটককৃত ফেন্সিডিল জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানায় বিজিবি।