শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা। দরিদ্র ব্যক্তিদের কষ্ট লাঘবে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।