শিবগঞ্জে ১১ হাজার পরিবার পেল কম্বল

97

চলতি শীত মৌসুমে শিবগঞ্জে প্রায় ১১ হাজার অসহায় ও দু:স্থ শীতার্ত পরিবার পেয়েছে কম্বল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত উপজেলা প্রশাসরের উদ্যোগে গত ডিসেম্বর হতে জানুয়ারী পর্যন্ত ২ মাসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও দু:স্থ শীতার্ত ১১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের ক্ষেত্রে প্রথমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে উপজেলা হতে বরাদ্দকৃত নির্দিষ্ট হারে কম্বল দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত কম্বলগুলো স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে আশ্রয়ণ প্রকল্প-২ এর মধ্যে তর্তিপুর, রানীহাটি, কানসাট, চককীর্তি, মনাকষা ও শ্যামপুরে প্রায় প্রতিটি পরিবারের মাঝে দেয়া হয়েছে এসব কম্বল। উপজেলার বিভিন্ন এতিমখানা, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, দলিত হরিজন সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।