শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, তোজাম্মেল হক ওরফে তেজু নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত ১০ বছর ধরে পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, গতকাল রাতে গাপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায় এবং ঐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার ইউনুসের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২০১৫ সালের ২০ আগষ্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন তোজাম্মেল। এরপর জামিন নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী আসামীর অনুপস্থিতিতেই মামলার রায়ে তার সাজা হয়। এরপর গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।