শিবগঞ্জে স্মার্ট জাতীয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

250

শিবগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, শিবগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (তদন্ত) আতিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। উদ্বোধনী দিনে পৌরসভাসহ ২ টি ইউনিয়নে প্রথম পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় এবং বাকী ইউনিয়ন গুলোতে জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে, শিবগঞ্জ পৌরসভা এবং পিঠালিতলা উচ্চ বিদ্যালয়ে ৩ টি কেন্দ্র থেকে ৬ দিন ব্যাপি সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এছাড়া উপজেলার দূলর্ভপুর ইউনিয়নে ১১ মে থেকে ১৭ মে এবং মনাকষা ইউনিয়নে ১৯ মে থেকে ২৬ মে পর্যন্ত ২টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। নির্বাচন অফিস আরও জানায়, খারাপ আবহাওয়ার পৌর এলাকার ৯ টি ওর্য়াডের মধ্যে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড জন্য শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ ও ৫ মে, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড শিবগঞ্জ পৌরসভা থেকে ৬, ৭ ও ৮ মে এবং ৮ ও ৯ নং ওয়ার্ডের স্মাট কার্ড পিঠালীতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ মে মোট ২৬ হাজার ৩৫৩ জন ভোটার কে এ স্মার্ট কার্ড বিতরন করা হবে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস জানান, যারা জাতীয় পরিচয় পত্র পেয়েছেন তারা সেই পুরাতন পরিচয় পত্র জমা দিয়ে, যারা হারিয়ে ফেলেছেন তারা ৩৪৫ টাকার ট্রেজারী চালানের কপি জমা দিয়ে এবং যারা জাতীয় পরিচয়পত্র পাবার জন্য শ্লিপ পেয়েছেন তারা সেই শ্লিপ জমা দিয়ে স্ব-স্ব কেন্দ্রগুলো থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলতে পারবেন।